| রবিবার, ১৭ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করতে রোববার চট্টগ্রাম যাচ্ছেন।
হেফাজত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার দিনের যে কোনো সময় হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈঠক হবে।
হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের মধ্যকার এই বৈঠক হবে।
তবে শাহ আহমদ শফীর দোয়া নিতে এরশাদ হাটহাজারী আসছেন বলা হলেও এর পেছনের কারণ নিয়ে চট্টগ্রামে নানা আলোচনা চলছে।
সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির পক্ষ থেকে নতুন জোট গঠন অথবা মহাজোটের নতুন কোনো প্রস্তাবনা নিয়েই মূলত এরশাদ হেফাজত আমিরের সঙ্গে বৈঠক করবেন।
এই সাক্ষােক এরশাদের নতুন রাজনৈতিক কৌশল বলে মন্তব্য করেছেন হেফাজতের জ্যেষ্ঠ নেতারা। এরশাদের এই সফরকে কেন্দ্র করে হেফাজতের নেতাদের মধ্যেও নানামুখী তত্পরতা শুরু হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় অনেকটা গোপনে হাটহাজারী মাদরাসায় যান। সেখানে হেফাজতের আমিরের সঙ্গে তিনি প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করে সাড়ে ৮টায় মাদরাসা থেকে বের হয়ে যান।
এ ব্যাপারে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমি প্রায়ই হাটহাজারী মাদরাসায় যাই।’
তবে এরশাদের হাটহাজারী আসার সঙ্গে তার মাদরাসায় যাওয়ার কোনো যোগসূত্র আছে কিনা এ প্রশ্নে তিনি বেশি কিছু বলতে রাজি হননি।
এরশাদ কবে হাটহাজারী মাদরাসায় আসবেন জানতে চাইলে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আগামীকাল রোববার (আজ) তিনি চট্টগ্রাম আসবেন। হাটহাজারী মাদরাসায় তিনি আসতেও পারেন, নাও পারেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক হেফাজতের এক জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মাদরাসা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এরশাদের সফরের বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এরশাদের হাটহাজারী মাদরাসা সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে। ঠিক কী উদ্দেশ্যে তিনি আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করছেন, সেটা পরিষ্কার না হওয়ায় এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।
গত কয়েকদিন ধরেই এরশাদের হাটহাজারী আসার গুজব হাটহাজারীতে ‘টক অব দ্য সিটি’তে পরিণত হয়েছে। গতকালও হাটহাজারীতে জাতীয় পার্টির নেতাকর্মীরা এরশাদকে হাটহাজারীতে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ‘আসবেন, আসবেন’ করেও গত কয়েকদিনে এরশাদ হাটহাজারীতে আসেননি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী থানার ওসি একেএম লিয়াকত আলী জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হাটহাজারী আসতে পারেন বলে তিনি শুনেছেন। তবে কবে আসবেন, সেটা তিনি জানেন না।
Posted ০২:৫৯ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin