| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও নির্বাচনকালীন সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কের সামনে কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন।এরশাদের বাসার সামনে আনিসুল ইসলাম লাঞ্ছিত।
সন্ধ্যায় আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের বাসভবনে প্রবেশ করেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা এরশাদের সঙ্গে কথা বলে বেরিয়ে যান।
এ সময় সাংবাদিকরা তার কাছে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তিনি বেরিয়ে যাওয়ার সময় এরশাদের বাসভবনের সামনে অবস্থানরত নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করে। এ সময় তারা ‘দালাল, দালাল’ বলে স্লোগান দেয়। কর্মীরা তার গাড়ি ভাংচুরেরও চেষ্টা করে।
এ সময় পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে গাড়িতে তুলে দেয়।
Posted ১৭:০০ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin