রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আর ইস্যু পাবেন না বিদায় সন্নিকটে

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

mahabub (1)

ঢাকা: বার বাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, “ক্ষমতায় আসার পর আপনি অনেক খেলা খেলছেন, অনেক চমক দেখিয়েছেন। একটার পর একটা ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। এবার আর কোনো ইস্যু পাবেন না। আপনার বিদায় সন্নিকটে।”
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বিদেশীদের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একাদশ সংসদ নির্বাচানের কথা ভুলে যান, দশম সংসদ নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়ে ভাবেন, শেখ হাসিনাকে এমন পরামর্শও দিলেন প্রবীণ এই আইনজীবী।
খন্দকার মাহবুব হোসেন বলেন, “খালেদা জিয়া অত্যন্ত ধৈর্যশীল রাজনীতিবিদ। তবে তিনি যদি রাস্তায় নেমে আসেন তাহলে গোটা দেশ জ্বলবে। আর তখন আপনার পতন সুনিশ্চিত হবে। তাই সময় থাকতে সংসদ ভেঙে দিয়ে নতুন তফসিল ঘোষণা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন।”
যারা জ্বালাও-পোড়াও করে অবরোধ পালন করে তাদের কি স্ত্রী-সন্তান নেই, তারা কি ভুলে গেছে, তাদেরকে চিহ্নিত করা হবে না? শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে মাহবুব বলেন, “আপনার আজ্ঞাবহ পেটোয়া বাহিনীর যারা গুলি করে পাখির মতো মানুষ হত্যা করছে তাদের কি স্ত্রী-ছেলেমেয়ে নাই? তারা কী জবাব দেবে।”
নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করে তিনি বলেন, “সেনাবাহিনীকে ব্যবহার করে যে নির্বাচন করার স্বপ্ন দেখছেন তা কখনো বাস্তবায়ন হবে না। দেশবাসী এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।”
ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, কেন্দ্রীয় কমিটির সহ তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা খান, ফোরামের সাধারন সম্পাদক কাবিরুল হায়দার চৌধরী, সাংগঠনিক সম্পাদক রমজান আলী ভুঁইয়া প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ২২:২৬ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com