আয়ারল্যান্ড থেকে : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদসস, সিলেট বিভাগ বিএনপির হৃদয়ের স্পন্দন নিখোজ নেতা এম ইলিয়াস আলীর বিশ্বনাথকে অত্যাচার অবিচার করে শেখ হাসিনার সরকার যেন আনন্দ উল্লাস করতে চায়, তারই প্রমান বিশ্বনাথ উপজেলা বিএনপির ৯৮জন নেতা কর্মীকে জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরন বলে উল্লেখ করে আয়ারল্যান্ড বিএনপির সভাপতি জনাব হামিদুল নাসির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন ৯০ দশকের স্বৈরাচার বিরুধী আন্দোলনের অন্যতম আপোষহীন সংগ্রামী ছাত্রনেতা, বৃহত্তর সিলেটের প্রান, জননেতা এম ইলিয়াস আলীকে অতিসত্বর সুস্ত অবস্তায় তার পরিবার ও সিলেটবাসীর কাছে ফিরিয়ে দেয়ার দাবী জানাচ্ছি, বিশ্বনাথ বিএনপির নেতা কর্মীদের নির্যাতন হয়রানি বন্ধ করে সকল মিত্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে মুক্তি দিয়ে বাংলাদেশের মানুষের গণদাবী তত্তাবদায়ক সরকার পদ্দতি পুনর্বহাল করে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা প্রদান করার আহবান জানাচ্ছি।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related