শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আবেগের অ্যানফিল্ডে জিতল লিভারপুল

  |   রবিবার, ১৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

লিভারপুল – ৩ (স্টারিলং, স্কারটেল, কুটিনহো),  ম্যাঞ্চেস্টার সিটি -২  (সিলভা, জনসন আত্মঘাতী)

jared-liverpool
লন্ডন: আবেগের অ্যানফিল্ডে জিতল লিভারপুল ৷ রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল  শেষ পর্যন্ত ৩-২ হারাল ম্যাঞ্চেস্টার সিটিকে ৷ এদিনের জয়ের ফলে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এককদম এগিয়ে গেল স্টিভেন জেরার্ডের দল ৷

এদিন নির্ধারিত সময়ের সাত মিনিট পরে খেলা শুরু হয় অ্যানিফ্ল্ডে ৷ এক মিনিট নীরবতা পালন করা হয় ৷  খেলা শুরু হওয়ার পরে লালের দাপট ৷ প্রথমার্ধ জুড়ে লাল জার্সির দাপটে আকাশি নীল চোখেই পড়ে না ৷ দ্বিতীয়ার্ধে উলটো ছবি ৷ দুরন্তভাবে ম্যাচ ফিরে এল ম্যান সিটি ৷তারপরই মুহূর্তের ভুল করে বসলেন কোম্পানি ৷ আর তাতেই ম্যান সিটির কপাল পুড়ল ৷ গোল করলেন লিভারপুলের ফিলিপ কুটিনহো ৷ আর তাতেই লিভারপুল হারাল ম্যান সিটিকে ৷এদিনের জয়ের ফলে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৩৪ ম্যাচে ৭৭ ৷ ম্যান সিটি তিন নম্বরে ৷ ৩২ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট ৷

পঁচিশ বছর আগের দুঃসহ স্মৃতির কথা এখন সবার মুখে মুখে ৷ ১৫ এপ্রিল ১৯৮৯-য়ে শেফিল্ডের হিলসবরো স্টেডিয়ামে বেশি দর্শক ঢুকে পড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ৷  ৯৬ জন নিহত হন ৷ মঙ্গলবার সেই ঘটনার পঁচিশবছর পূর্তি হবে ৷ তার আগে এদিনই অ্যানফিল্ড শোকে, দুঃখে, আবেগে অন্য রূপ নিয়েছিল ৷নব্বই মিনিটের শেষে লিভারপুলের ঘরের মাঠে তৃপ্তি ৷ খেলার ছ’ মিনিটে স্টারলিং এগিয়ে দেন লাল জার্সিকে ৷ সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে স্টারলিং কোম্পানিকে কাটান ৷চোখ তুলে স্টারলিং দেখেন জো হার্ট গোল ছেড়ে বেরিয়ে এসেছেন ৷ স্টারলিং মাথা ঠান্ডা রেখে ম্যানসিটির জালে বল জড়িয়ে দেন ৷২৬ মিনিটে কর্নার থেকে স্কারটেল নিখুঁত হেডে ২-০ করেন ৷

বিরতির পর অন্য ম্যান সিটিকে দেখা যায় ৷ দুরন্তভাবে তারা ম্যাচে ফিরে আসে ৷ম্যানুয়েল পেলেগ্রিনির ছেলেদের আক্রমণে দিশাহারা অবস্থা তখন লিভারপুলের ৷ডেভিড সিলভা ২-১ করেন ৫৭ মিনিটে ৷তার পাঁচ মিনিট পরই গ্লেন জনসনের আত্মঘাতী গোলে ২-২ করে ফেলে ম্যান সিটি ৷ম্যাচে ফিরে আসার পর ম্যান সিটির আক্রমণের ঝাঁঝ বাড়ে ৷৭৮ মিনিটে কোম্পানির ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে কুটিনহো ৩-২ করেন লিভারপুলের হয়ে ৷ তবে ম্যাচটা ড্র হলেও বলার কিছু  ছিল না ৷ শেষ মুহূর্তে লিভারপুলের ডিফেন্ডার স্কারটেল হ্যান্ড বল করেছিলেন নিজেদের বক্সের ভিতরে  ৷রেফারি সেযাত্রায় তা দেখতে পাননি ৷ ফলে পেনাল্টি থেকে বঞ্চিত হয় ম্যাঞ্চেস্টার সিটি ৷ শেষমুহূর্তে লিভারপুলের অ্যান্ডারসন লাল কার্ড দেখলেও ক্ষতি কিছু হয়নি ৷- ওয়েবসাইট।

Facebook Comments Box
advertisement

Posted ২২:৩৩ | রবিবার, ১৩ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com