| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধিঃ নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে চলমান আন্দোলনকে জোরদার করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে একাত্ন হয়ে আন্দোলনের উত্তপ্ত মাঠ চাঙ্গা করতে রাজপথে নামছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।
দলীয় সুত্র থেকে জানা গেছে শুক্রবার ভোর পাঁচটার অবরোধের সময়সীমা শেষ হবার পর পরই আগামী শনিবার বা রবিবার থেকে আবারো সপ্তাহ জুড়ে চলবে অবরোধ কর্র্মসূচী।জানা গেছে এ কর্মসূচীর নেতুত্বে থাকবেন দেশ নেত্রী ১৮ দলীয় জোটের কান্ডারী বেগম খালেদা জিয়া।
বিএনপির নয়া পল্পনের অফিস সহ বেশ কিছু গুরুত্বপর্ন স্পটে দেথা যাবে তাঁকে।
দলীয় একটি সুত্র বলছে সরকার পতনের কঠোর কর্মসূচীতেও যদি সরকার সংসদ নির্বাচনে এগুতে থাকায় আরো হণ জাগরণ সৃষ্টির প্রত্যয় নিয়ে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়া।
গত বৃহস্পতিবার শেখ হাসিনা মাঠে নামার জন্য উপহাসমূলক চ্যালেঞ্জ ছুড়লে বাংলার আপোশহীন নেত্রী শেখ হাসিনার সেই চ্যালেঞ্জ গ্রহন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বেগম খালেদা জিয়ার মাঠে নামার বিষয়টি দলের নেতাকর্মীদের মনে ব্যাপক উৎসাহ যোগাচ্ছে বলে মনে করেন দলীয় নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার মাঠে নামার ব্যাপারে সাধারণ নেতাকর্মীরা বলছেন এবার বেগম জিয়া মাঠে নামবেন মেখ হাসিনাকেও গদি থেকে টেনে নামানেব।
দলীয় শীষ নেতারা বলছেন কেবল শুক্রবার ব্যাতিত টানা অবরোধ কর্ম সূচী দেওয়ার তাগিদ রয়েছে। তারা বলছেন বেগম খালেদা জিয়া মাঠে নামলে আর দেশী বিদেশী কোন শক্তিই ফ্যাসিবাদ এই সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না।
Posted ১৪:৩৭ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin