| সোমবার, ০৭ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ঢাকা : আদালতের প্রসঙ্গ টেনে বক্তব্য দেয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. আব্দুস সালাম ও মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেনকে হাইকোর্টে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ২০ এপ্রিল তাদের স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
একই সঙ্গে প্রথম আলো এবং জনকণ্ঠ পত্রিকায় তাদের প্রকাশিত বক্তব্যে সত্যতা সহকারে হলফনামা আকারে আদালতে উপস্থাপন করতে সংশ্লিষ্ট প্রতিবেদককে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার এক বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “সব কোর্ট মুজিব কোটের পকেটে বন্দি। মুজিব কোটের পকেট ছিঁড়তে না পারলে বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। তাদের বিবেক জাগ্রত হবে না।” জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, “আজকে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট- সব কোর্ট মুজিব কোট হয়ে গেছে। বিচারকরা কোনো আরজি শুনে বিচার করতে পারেন না। ইশারার দিকে তাকিয়ে থাকেন। সেক্ষেত্রে বিচার চেয়ে লাভ হবে না।”
Posted ১২:৩৫ | সোমবার, ০৭ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin