| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
জাপানে গত শুক্রবার দেশটির এক আদালত একটি কুকুরের মালিককে জরিমানা ও কুকুরটিকে মেরে ফেলা নির্দেশ দিয়েছেন।
সোমবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত গণমাধ্যম ডেইলি মেইলে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জানা যায়, গতবছর ৫ মে জাপানের ওয়েস্ট মিডল্যান্ডের রুশহলের বাসায় নয় বছর বয়সী বালিকা এমি রিহোরুক বাড়ির বাইরে যাওয়ার সময় উঠানে দাঁড়িয়ে দাদীকে বিদায় জানাচ্ছিল। এসময় কুকুরটি এসে তাকে কামড়ে ধরে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। তারপর কুকরটি রিহোরুকের মাথা কামড়ে ধরে।
বাড়ির ভেতর থেকে রিহোরুকের বাবা সাইমন তাড়াতাড়ি এসে তাকে উদ্ধার করেন। এসময় সাইমনকেও কুকুরটি কামড় দেয়। রিহোরুককে মোট ২০টি সেলাই দেয়া হয়। তার বাবাকে দুই বার অপারেশন করতে হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার জাপানের উলভার হ্যাম্পটন ক্রাউন কোর্ট কুকুরের মালিক অমৃত পালকে সাতশ’ ১২ পাউন্ড জরিমানা করেছেন। এবং কুকুরটিকে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন।
এরই মধ্যে পুলিশ কুকুরটিকে আটক করেছে। পুলিশ বলছে, এরকম কুকুর আগে কখনো দেখিনি।
Posted ২০:৪৫ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin