| বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যার হুমকি দেওয়ায় বা ইচ্ছা পোষন করায় বাতিল হতে পারে এরশাদের অস্ত্রের লাইসেন্স , সেই সাথে প্রচলিত আইন অনুযায়ী হতে এক বছরের কারাদন্ড।
এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব মাইন উদ্দিন খন্দকার । তিনি বলেন এরশাদের অস্ত্রের লাইসেন্স যেকোনো সময় বাতিল হতে পারে । বৃহস্পতিবার সচিবালয়ে তিনি এ কথা বলেন।
মাইন উদ্দিন বলেন, “এরশাদ নিজে আত্মহত্যার হুমকি দিয়ে ফৌজদারি আইনের ৩০৯ ধারা লঙ্ঘন করেছেন। এ অপরাধে তার এক বছরের কারাদণ্ড-অর্থদণ্ডসহ অস্ত্রের লাইসেন্স বাতিল হতে পারে।”
মাইন উদ্দিন বলেন, “এরশাদ নিজে আত্মহত্যার হুমকি দিয়ে ফৌজদারি আইনের ৩০৯ ধারা লঙ্ঘন করেছেন। এ অপরাধে তার এক বছরের কারাদণ্ড-অর্থদণ্ডসহ অস্ত্রের লাইসেন্স বাতিল হতে পারে।”
এখন শুধু ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।
মাইন উদ্দিন বলেন, “লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থাকাকালে যদি কেউ আত্মহত্যার হুমকি দেন, তাহলে তার অস্ত্রের লাইসেন্স বাতিল হবে। আর সে কারণেই এরশাদ অস্ত্র রাখার সুযোগ আর পাবেন না।”
জাপা চেয়ারম্যানের বনানীর বাসভবনে বুধবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা প্রসঙ্গে এরশাদ জানান তাকে গ্রেফতারের চেষ্টা করা হলে তিনি আত্মহত্যা করবেন।
এরশাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মাইন উদ্দিন খন্দকার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে। এটি আইন-শৃঙ্খলা বাহিনীর বিষয়।
এ বিষয়ে গুলাশান থানার ভারপ্রাপ্ত কর্মকতা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাই নি। নির্দেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
Posted ১৭:০৫ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin