| রবিবার, ১৭ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
আজ ১৭ নভেম্বর আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলে নানা সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত ও দোয়া মাহফিল, গরিব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, কোরআনখানি ও আলোচনা সভা। জেলা বিএনপির উদ্যোগে মাজার প্রাঙ্গণের আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ বছর পাঁচ দিনব্যাপী ভাসানী মেলা করতে দেয়া হয়নি। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ দিনব্যাপী মেলা করার অনুমতি দিলেও পরে তা বাতিল করে দেয়। সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে গত প্রায় ১১ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও কৃষিচর্চা বিষয়ক পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করে আসছে মওলানা ভাসানী ফাউন্ডেশন।
প্রতি বছরই মেলাকে কেন্দ্র করে দেশের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের পদচারণায় মুখরিত হয়ে উঠলেও এবার তার ব্যতিক্রম হচ্ছে। এ নিয়ে ভাসানীভক্তদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা আয়োজনের জন্য নির্ধারিত মাজার প্রাঙ্গণের মাঠ ও দরবার হল ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়া হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, মাজার প্রাঙ্গণের মাঠ ও দরবার হল ব্যবহারের অনুমতি বাতিল করে চিঠি দেয়া হয় আয়োজকদের কাছে।
Posted ০২:৫৬ | রবিবার, ১৭ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin