| রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দেয়া আদেশের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি বাতিল করেছে ট্রাইব্যুনাল। রিভিউ আবেদনে বার বার সময় নিয়ে আদালতে না আসায় তাদের আবেদন খারিজ করা হয় মর্মে ট্রাইব্যুনাল আদেশ দেন। রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আদালত এ আদেশ দেন। রিভিউ আবেদনের শুনানি মুলতুবি রাখার আবেদন করেন জুনিয়র আইনজীবী রায়হান উদ্দিন। আদেশে আদালত বলেন, এর আগেও আজহারের এ শুনানির জন্য আসামিপক্ষকে চারবার সময় দেয়া হয়েছে। সর্বশেষ গত ১০ ডিসেম্বর তাদেরকে শেষ সুযোগের পরেও শেষ সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু আজও তারা আসেননি। এরপর আদালত তাদের কোনো সুযোগ না দিয়ে আবেদন খারিজ করে দেন। এদিকে আগামী ১৯ ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সুচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য রয়েছে।
গত ১০ ডিসেম্বর রিভিউ শুনানির জন্য আজ ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছিল আদালত। গত ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্য, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
গত বছর ২২ আগস্ট ট্রাইব্যুনালের আদেশে আজহারকে মগবাজারের নিজ বাসা থেকে এ মামলায় গ্রেফতার করা হয়।
Posted ২১:৫৫ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin