মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আজই তফসিল !

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

আজই তফসিল !

ec

কল্পনা কণা : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজই। আর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ জানুয়ারির মধ্যেই। কমিশনের পরিকল্পনা ৭ জানুয়ারি রয়েছে বলে জানাযায়।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার দুপুরের মধ্যে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সকালেই একজন কমিশনার সরাসরি নিজে আচরণবিধি নিয়ে মন্ত্রণালয়ে যাবেন। দুপুরের মধ্যে অনুমোদন মিললে বিকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।এর পরই ঘোষণা করা হবে দশম জাতীয় নির্বাচনের কাঙ্ক্ষিত সেই তফসিল।
সিইসির ভাষণের খসড়া এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে । এ ছাড়া নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম ও নির্বাচন পরিচালনা ম্যানুয়েল সোমবার কমিশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানোর কথা থাকলে গতকাল শনিবারই তা পাঠানো হয়েছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও কমিশন সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী নিয়মিত কাজ করেছেন। তবে আইন মন্ত্রণালয়ের অনুমোদনে বিলম্ব হলে তফসিল ঘোষণা করা হবে সোমবার।
গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদসহ কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করে। নির্বাচনের সার্বিক প্রস্তুতির ব্যাপারে রাষ্ট্রপতিকে অবহিত করে কমিশন।
এরপর কমিশনের পক্ষ থেকে সোমবার তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তফসিল ঘোষণার পর প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮-দলীয় জোটের হরতালসহ অবরোধের ঘোষণায় পরিকল্পনায় পরিবর্তন আনছে কমিশন।
সংবিধান মোতাবেক ২৭ অক্টোবর থেকে নির্বাচনি সময়সীমার শুরু। আগামী ২৪ জানুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ ১৮-দলীয় জোট নির্বাচনে না এলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বিএনপি নির্বাচনে আসতে রাজি হয়, তবে নির্বাচন অনুষ্ঠানে নির্ধারিত সময়ের পরিবর্তন হতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ০৪:৫৭ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com