| বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৬ মার্চ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপির তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।
বৃহস্পতিবার গার্মেন্ট অ্যাঙেসরিজ প্যাকেজিং মেশিনারি ফেব্রিকস অ্যান্ড টেকনলোজি ট্রেড শো অ্যান্ড সিম্পোজিয়াম (গ্যাপেঙপো) ২০১৪ এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
জিএসপি দ্রুত পূনরুদ্ধারে চেষ্টা চলছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে জিএসপি বন্ধ হওয়ার পরও রপ্তানি বেড়েছে ২৭ কোটি ডলার। জিএসপির বাকি শর্তগুলো ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে এবং এর রিপোর্ট ১৫ তারিখে পাঠানো হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস. কে. সুর চৌধুরী বলেন, আমাদের গার্মেন্টস শিল্পের রপ্তানির ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি তবে আমরা আগামীতে দ্বিগুণ কিংবা তিনগুণ রপ্তানি করতে পারব। চলতি অর্থবছরে রপ্তানির প্রবৃদ্ধি বেড়েছে ১৮ শতাংশ। এ প্রবৃদ্ধি আরও বাড়বে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিএপিএমইএ সভাপতি রাফিজ আলম চৌধুরী, বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এঙপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ), এএসকে ট্রেড এন্ড এঙজিবিশন প্রা. লি. ও জাকারিয়া ট্রেড এন্ড ফেয়ার ইন্টারন্যাশনাল।
মেলায় ভারত, চীন, পাকিস্তান, তাইওয়ান, অষ্ট্রিয়া, জার্মানি, দুবাইসহ বিশ্বের ২৫টি দেশ অংশগ্রহণ করবে। মেলার স্টলে থাকবে গার্মেন্টস এঙোসরিজ এবং প্যাকেজিং পণ্যের মেশিনারিজ, গার্মেন্টসের বিভিন্ন কাঁচামাল। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে।
Posted ১৪:০৩ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin