| মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: কয়েক ঘণ্টার জন্য মৃত্যুদাণ্ডাদেশ স্থগিত করাকে আইনের শাসনের জন্য এটি বিরাট পদক্ষেপ বলে উল্লেখ করেছেন জামায়াতের আইনজীবী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
কারাগার থেকে বের হয়ে মঙ্গলবার রাত সোয়া ১২টায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার রাজ্জাক বলেন, ‘এতোক্ষণে কাদের মোল্লার মৃত্যুদণ্ড হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা যে স্থগিতাদেশ নিয়ে এসেছি তাতে করে কয়েক ঘণ্টার জন্য হলেও তার মৃত্যুদণ্ড স্থগিত করা গেছে। এটা আইনের শাসনের জন্য বিরাট পদক্ষেপ বলে আমরা মনে করছি। এতে আমরা খুশি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামীকালের প্রক্রিয়া আগামীকালই জানা যাবে। বাকি প্রক্রিয়া আমরা চালিয়ে যাবো।
আব্দুর রাজ্জাক বলেন, ‘নিয়মানুযায়ী সব কাজ করা হয়েছে। প্রত্যাশা করছি আদালত আমাদের রিভিউ অনুযায়ী তা বর্ধিত করবেন। বিজ্ঞ আদালত কারো প্রাণ চলে যাক তা চান না।’
Posted ১৮:৪৪ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin