| শুক্রবার, ০২ মে ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারকে হত্যার প্রতিবাদে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় বার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব আইনজীবী সমিতির সদস্যরা ২ মে থেকে ৮ মে পর্যন্ত কালো ব্যাজ ধারণ করবেন।
শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বার কাউন্সিলের উদ্যোগে প্রতিবাদ সভা হবে।সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আরও রয়েছে ৪ মে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিল, ৫ মে বিক্ষোভ সমাবেশ, ৬ মে মানববন্ধন, ৭ মে প্রতিবাদ সমাবেশ ও ৮ মে প্রতীকী অনশন কর্মসূচি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ।
Posted ১১:১১ | শুক্রবার, ০২ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin