| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ধাওয়া করেছেন সুপ্রিমকোর্টের সাধারণ আইনজীবীরা। এসময় তার সাথে থাকা আওয়ামীপন্থি অন্য আইনজীবীরা সরে পড়েন।
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদনের বিষয়ে শুনানির পর বার ভবনের সামনে এ ঘটনা ঘটে।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যখন আপিল বিভাগ থেকে বের হয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে দিয়ে তার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে।
অ্যাটর্নি জেনারেল বারের সভাপতির রুমের সামনে আসলেই অকথ্য গালি গালাজ দিয়ে তাকে ধাওয়া করেন বেশ কয়েকজন সাধারণ আইনজীবী। তাকে পিছনের দিক থেকে কয়েকজন আইনজীবী টানা হেচড়াও করেন।
সভাপতির রুমের সামনে আসা মাত্রই তাকে ফুলের টপ দিয়ে ঢিল ছুঁড়ে কয়েকজন আইনজীবী। তবে তার দিকে ছোড়া ঢিলটি তার গায়ে লাগেনি বলে জানা গেছে।
এ সময় উত্তেজিত আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলকে কটূক্তি করে শ্লোগান দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদনের বিষয়ের উপর শুনানি হয় বুধবার।
আর এ জন্য উচ্চ আদালতে সাধারন মানুষ, আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্য, আইনজীবী, মিডিয়াকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Posted ১৩:৩২ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin