| বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানল নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত একটি বড় ধরনের এয়ার ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিন ক্রু নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। কী কারণে বিমান বিধ্বস্তের এ ঘটনাটি ঘটল তা জানা যায়নি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দেড়টায় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি দমকল প্লেন বিধ্বস্ত হয়। এতে ওই প্লেনের তিনজন কর্মী নিহত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিটসিমন্স বলেন, বৃহস্পতিবার স্নোয়ি মাউনটেইন্স এলাকায় আগুন নেভাতে কাজ করছিল সি-১৩০ হারকিউলিস এয়ারক্র্যাফট। দুপুর দেড়টার আগে হঠাৎ ওই প্লেনটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Posted ১৩:১২ | বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain