| বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
(এক-১)
একুশ তুমি
—————
একুশ তুমি এসেছ ফিরে
কৃস্ম চুড়ার লালে,
প্রভাত ফেরী তাইতো করি
নগ্ন পায়ের তালে।
ধন্য হয়েছি তোমায় পেয়ে
স্মরণ করিগো তাই,
বুকের রক্ত দিয়েছিল যারা
তারা আমাদের ভাই।
একুশ তুমি অমর বলে
তোমায় স্মরণ করি,
কেমনে ভূলি তোমার স্মৃতি
তাইতো আকড়ে ধরি।
মাতৃ ভাষাকে বাঁচাতে যারা
দিয়ে গেছে তাজা প্রান,
তাদের স্মৃতি মোদের কাছে
চিরদিন অম্লান।
(দুই-২)
আজ জমেছে শোক
—————
এই দেশেতে বাংলা হবে
সবার মুখের ভাষা,
বাংলাতেই করবে প্রকাশ
সবার মনের আশা।
এই আশাতে বাংলা ভাষা
করলো সবে জয়,
কিন্তু বাংলা নিজ ভূমিতে
পাচ্ছে আজই ভয়।
ইংরেজির বেশ দাপট এখন
বাংলার নেই নাম,
এই কি তবে শহীদ ভাইয়ের
বুকের রক্তের দাম।
ব্যানার সাইনবোর্ড মিডিয়াগুলোয়
ইংরেজিরই রাজ,
এই কি কোন ভাষাপ্রীতি
দেশ প্রেমিকের কাজ।
রক্ত দিয়ে কিনলো বাংলা
মরলো কত লোক,
সেই বাংলার বুকের মাঝে
আজ জমেছে শোক।
Posted ১০:৪২ | বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | admin