যুক্তরাজ্যে অবৈধ ভাবে অবস্হান ও কাজ করার জন্য ইউকে বর্ডার এজেন্সী আটক করেছে ৪ বাংলাদেশীকে।
গতকাল ইউকে হোম অফিসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। তাদেরকে একটি রেষ্টুরেন্ট ও গ্রোসারী শপ থেকে কর্মরত অবস্হায় গ্রেফতার করা হয়।
যুক্তরাজ্যের আবারডীন শহরের গ্রান্টটাউন অন স্পে এলাকার সিলেট ফিস এন্ড চিপস প্রতিষ্ঠান থেকে অবৈধ গ্রেপ্তারের সিরিজ অভিযান চলাকালে এদের আটক করা হয়। এসময় তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস পরীক্ষা করে জানা যায় যে বৃটেনের কাজ করার কোন অনুমতিপত্র তাদের নেই। কাজ ও অবস্হান করার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আটককৃতদের সবাইকে ইউকে থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
আর এদিকে এ অবৈধভাবে চাকুরী দেওয়ার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাদেশী বংশোদ্ভুত মালিককেও ১০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা প্রদান করা হতে পারে।
স্কটল্যান্ড ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টীম এর সহকারী পরিচালক এ্যাডাম স্ক্রাকিলিপি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের এই অপরাশেন পরিচালনা হয়। আমরা চাই বৃটেনে কেউ ইমিগ্রেশন নীতিমালা ভঙ্গ না করুক।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related