সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে: শেখ হাসিনা

  |   মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩ | প্রিন্ট

বিরোধী দল সরকারের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে অপপ্রচার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের এর সমুচিত জবাব দিতে বলেছেন। 

তিনি ধর্মকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলের অপপ্রচারের সমুচিত জবাব দেয়ার পাশাপাশি জনগণের সামনে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরার জন্যও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন। 

সোমবার আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতারা গণভবনে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এবং হেফাজতে ইসলাম বর্তমান সরকারের সময়ে আজান, নামাজ ও জানাজা হয় না বলে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে এ ধরনের অপপ্রচারের সমুচিত জবাব দিতে হবে এবং ঈদের ছুটিতে নিজ নিজ এলাকায় আজান, নামাজ ও জানাজা হচ্ছে কিনা তা লোকজনের কাছে জানতে চাইবেন।

তিনি বলেন, কোন মুসলমান ইসলামের নামে মিথ্যা বলতে পারেন না। যারা মসজিদে বসে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা কি মুসলমান, তারা কি ইসলাম ধর্মে বিশ্বাসী? প্রধানমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ও জামায়াত গত ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে কমপক্ষে আড়াই হাজার লোক নিহত হয়েছে বলে ঢালাওভাবে অপপ্রচার চালিয়েছে। তাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

তিনি বলেন, আমরা নিহতদের নাম ঠিকানাসহ তালিকা দেয়ার জন্য তাদের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে ৫ই মে’র ঘটনায় ১১ জন লোক নিহত হয়। তাদের অধিকাংশই মারা গিয়েছিল হেফাজতের লোকদের হাতে। 

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি বুঝতে পারি না, যে তত্ত্বাবধায়ক সরকার নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ, বিএনপি কিভাবে আবারও সেই তত্ত্বাবধায়ক সরকার চায়। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে খালেদা জিয়া রেহাই পাবেন না। তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়ে যারা পদত্যাগ করেছিলেন, তারা কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সবক দিচ্ছেন?

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শেখ কামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথও বক্তব্য রাখেন।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০১:৪২ | মঙ্গলবার, ০৬ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com