| শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
ছবি : প্রতিকী
অনুমতি ছাড়া ঢাকার রাস্তার বিভিন্ন স্থানে স্থাপিত ক্ষমতাসীন দলের প্রচারণামহৃলক বিলবোর্ডে ও সংগঠনটির বিভিল্পু ওয়েব পেইজে নিজের ছবি ব্যবহারের নিন্দা জানিয়েছেন উচ্চ শিক্ষায় বিদেশে অবস্থানরত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহমিদা মজিদ।
তিনি স্বাধীনদেশ পত্রিকায় যুক্তরাজ্য থেকে প্রেরিত এক বিবৃতিতে অবিলম্বে এ ছবি সংশ্লিষ্ট সব বিলবোর্ড ও ওয়েব পেইজ থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, না হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ¡বিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নেয়ার পর বর্তমানে আমি উচ্চ শিক্ষার্থে ইংলণ্ডে অবস্থান করছি। আমি বর্তমানে ইংলন্ডের ইউনিভার্সিটি অব বেডফোর্ড শায়ার-এ অধ্যয়নরত। ঢাকা বিশ¡বিদ্যালয়ে ছাত্র থাকাকালে সমাবর্তনের একটি ছবি ৩১ মার্চ ২০১২ সালে বিডিনিউজডটকমে প্রকাশিত হয়। পরে এ ছবিটি প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েব সাইটে এবং শেষে ঢাকারবিভিন্ন স্থানে স্থাপিত তাদের বিলবোর্ডে প্রদর্শিত হচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, বিলবোর্ডে দেয়ার জন্য এ ছবি আমি তুলিনি। তাই এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। ছবিটি আমার অনুমতি ছাডাই ব্যবহার করা হয়েছে। আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে এটি আমার রাজনৈতিক অবস্থানে প্রভাব ফেলতে পারে। তাই ছবিটি অবিলম্বে সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানাই। বিজ্ঞপ্তি
Posted ১৪:২৩ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin