লন্ডন : যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের উন্নয়নের জন্য নবগঠিত অংলকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলাপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ৩০ জুলাই মঙ্গলবার ব্রিকলেইনের সোনারগাঁও রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি এম এ মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকরাম আলী আফরোজ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন সফররত অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান সামছু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পীকার কাউন্সিলার রাজিব আহমদ ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান, জিএসসির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মির্জা আসাব বেগ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি এ কে এম সেলিম, সেক্রেটারী নজরুল ইসলাম, কালেকটিভ অব স্কুল গভর্নর এর চেয়ারম্যান শাহনুর খান, ট্রাস্টের সহসভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি বশির আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর মিয়া, ট্রেজারার গিয়াস মিয়া, সহট্রেজারার আব্দুল ওয়াহিদ আলমঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ময়ুর মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, মেমবারশীফ সেক্রেটারী ইসলাম খান, সহপ্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী এনামুল হক, ওয়েলফেয়ার সেক্রেটারী মন্তর আলী, কালচারাল সেক্রেটারী তাজুল ইসলাম সালাম, নির্বাহী সদস্য উলফত উল্ল্যা, রুহুল এম মুন্না, মকবিবর আলী, জাকির হোসেন, আব্দুল রকিব প্রমূখ।
উল্লেখ্য, ট্রাস্টের অন্যতম কর্মকর্তা এনামুল হক ও ইসলাম খানের সৌজন্যে উক্ত ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত অলংকারী ইউনিয়নবাসীদের ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করে এলাকার শিক্ষা স্বাস্থ্য ও দারিদ্র বিমোচনে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ট্রাস্টের উপদেষ্ঠা এম এ রউফ।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related