| শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আমরা বুড়িগঙ্গাকে দখলমুক্ত করেই ছাড়বো। নদী দখলমুক্ত করলে অনেকের বাড়িঘর ভাঙা পড়বে। কিন্তু অবৈধ কেউ আমাদের সাহায্য পাবে না।
আজ কামরাঙ্গীরচর মুসলিমবাগ টাওয়ার মাঠে অনুষ্ঠিত দূষণমুক্ত নদীর প্রত্যয়ে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল ২০২২’ উপলক্ষে র্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বাস্তবে দখলবাজরা কোনো দলের নয়। লন্ডনের টেম্প নদী দখলমুক্ত করতে ৪০ বছর লেগেছে, চীনের হোয়াংহো নদী দখলমুক্ত করতেও অনেক সময় লেগেছিল। আমরা বুড়িগঙ্গাকে দখলমুক্ত করেই ছাড়বো।
কামরুল ইসলাম আরো বলেন, নদী দখলমুক্ত করলে অনেকের বাড়িঘর ভাঙা পড়বে। কিন্তু কেউ আমাদের সাহায্য পাবে না। আশপাশে রাস্তা হবে, ওয়াটার বাস চালু হবে। এটা হলে শহরের যানজট অনেকটা কমবে।
এ সময় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ইউএস এইড বাংলাদেশের ডিরেক্টর ক্রিস্টিন ম্যাক্রেস, পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক জামিল শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ১৭:১৬ | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain